• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাভির দলে জায়গা নেই যে পাঁচ জনের 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ০৯:৪৮ পিএম
জাভির দলে জায়গা নেই যে পাঁচ জনের 

নিজেদের খারাপ সময় কাটিয়ে ওঠার জন্য রোনাল্ড কোমানকে সরিয়ে জাভি হার্নান্দেসকে কোচের দায়িত্ব দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ইতিমধ্যে বায়ার্নের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বার্সা। তাই দলকে ঢেলে সাজাতে চান এই কাতালান কোচ। ক্লাবের আর্থিক অসঙ্গতি, খেলোয়াড়দের বেতন সবমিলিয়ে হাপিয়ে ওঠা বার্সা এবার নজর দিচ্ছে মূল দলের পাঁচ জন খেলোয়াড়কে বিক্রির দিকে। 

স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্ডো দেপার্তিবোর মতে, ব্রাজিলিয়ান ফিলিপে কৌতিনহো ও ফ্রান্সের ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি আসছে মৌসুমেই দল ছাড়বেন।

ফিলিপে কৌতিনহো 

২০১৮ সালে ১৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুল থেকে দলে ভিড়িয়েছিল সাবেক সভাপতি বার্তামেও। কিন্তু মাঠের পারফরম্যান্সে খুব একটা জ্বলে উঠতে পারেননি তিনি। এমনকি ইনজুরির কারণে বেশীরভাগ সময় কাটিয়েছেন বেঞ্চে। এদিকে ক্লাবে বেশী আয়ের খেলোয়াড়দের মধ্যে একজন হচ্ছেন উমতিতি। 

ফ্রাঙ্কি ডি জং

এক রিপোর্টে মুন্ডো দেপার্তিবোর আরও জানিয়েছে, তরুণ ডাচ মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি জং ও আয়াক্স থেকে বার্সায় আসা রাইট ব্যাক সার্জিনো ডেস্টও রয়েছেন বিক্রির তালিকায়। 

অস্কার মিঙ্গেসা

এদিকে বার্সার একাডেমি থেকে উঠে আসা অস্কার মিঙ্গেসাকেও বিক্রির তালিকায় রেখেছেন জাভি। জাভির অধীনে লা লিগার প্রথম দুই ম্যাচে জয় পেলেও, তৃতীয় ম্যাচেই এসে রিয়াল বেটিসের কাছে হেরেছে বার্সা। লা লিগায় ২৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে বার্সেলোনা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!